পিতৃপরিচয় ঠিক থাকলে...'ভাইপো' অভিষেককে বড় চ্যালেঞ্জ করলেন শুভেন্দু!

গতকাল দেখা যায় যে বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

author-image
Anusmita Bhattacharya
New Update
suvendu abhi.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বিজেপি বিধায়কের তৃণমূলে যোগদানকে ঘিরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে পিতৃপরিচয় ঠিক থাকলে যারা যোগদান করেছেন বলে দাবি করছেন তাদের হাতে তৃণমূলের পতাকা দিয়ে সাংবাদিক বৈঠক করুক ভাইপো। শুভেন্দুর দাবি, বিধানসভায় বিজেপির শক্তির ক্ষয় হয়নি। 

বৃহস্পতিবার তৃণমূল ভিডিয়ো প্রকাশ করে দাবি করে যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। এই নিয়ে প্রশ্নের মুখে শুভেন্দু অধিকারী বলেন, 'ওরা স্টিল ছবি ছাড়ে কেন? পিতৃ পরিচয় ঠিক থাকলে যারা গেছে বলে দাবি করছে তাদের হাতে তৃণমূলের পতাকা দিয়ে সাংবাদিক বৈঠক করাক। আমি বিধানসভায় অশোক লাহিড়ীকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করতে স্পিকারকে অনুরোধ করেছিলাম। স্পিকার বলেন, যিনি আছেন তিনি তো আপনাদেরই লোক। মুকুল রায় আমাদের লোক?' হরকালী প্রতিহারের সঙ্গে অভিষেকের ওই ছবি নাকি প্রায় মাস খানেক পুরোনো, দাবি শুভেন্দুর। 

hiring.jpg