মমতার সরকার কি ISIS- এর প্রতি সহানুভূতিশীল? চরম আক্রমণ করলেন শুভেন্দু

এই রাজ্যে ব্যান করা হয়েছে দ্য কেরালা স্টোরি। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

New Update
kerala

নিজস্ব সংবাদদাতা: বাংলায় 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) প্রদর্শন ব্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার তাঁকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। টুইট (Tweet) করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর প্রশ্ন, এই ছবি দেখানো হলে রাজ্যে আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে কেন? ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করা উচিত বলে দাবি করলেন শুভেন্দু। পাশাপাশি বিজেপি নেতা (BJP Leader) এও দাবি করেন যে যদি মুখ্যমন্ত্রী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হন তাহলে তাঁর পদত্যাগ (Resign) করা উচিত। এর আগে শাবানা আজমি টুইট করেন। ক্ষোভ প্রকাশ করে লেখেন যে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (Central Board of Film Certification) একবার কোনও একটি সিনেমাকে অনুমোদন দিয়ে দিলে অতিরিক্ত সাংবিধানিক কর্তৃত্ব ফলানোর অধিকার আর কারুর নেই। সেই টুইটের প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন শুভেন্দু। মমতার সরকার কি ISIS- এর প্রতি সহানুভূতিশীল? প্রশ্ন শুভেন্দুর।