New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: গরবেতায় এক জনসভায় তৃণমূলকে চরম আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলের এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নাম তুললেন কালীঘাটের কাকুর। বলেন, 'কাকুর ভয়ে ভাইপো উধাও, পিসি ঘুমোতে পারেনি। লিপ্স অ্যান্ড বাউন্ডসের নামে দুটি বাড়ি প্রাসাদের মতো। ইডিকে বলবো দ্রুত নিলামে চড়ান দুটো বাড়ি। লিপ্স অ্যান্ড বাউন্ডসের বাড়িতে অনাথ আশ্রম খুলব'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us