/anm-bengali/media/media_files/j9S8HZia3qG94JD04RdB.jpg)
নিজস্ব সংবাদদাতা: আগামীকাল ভারতীয় জনতা পার্টির ডাকা বাংলা বনধকে অবৈধ ঘোষণা করে রাজ্য সরকারে তরফে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তাকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
/anm-bengali/media/media_files/IkPc4azjWJCSFu5MB9Z3.jpg)
শুভেন্দু বলেন, ‘কালকের বনধ ও আজকের ঘটনা নিয়ে রাজ্য সরকারের কেমন কাঁপুনি ধরেছে আমরা টের পাচ্ছি। তারা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে দিয়ে সাংবাদিক বৈঠক করাচ্ছেন। আর সরকারের কেউ নয়, হরিদাস পাল, আলাপন বন্দ্যোপাধ্যায়, আরেক চাটুকার, বাংলা ও বাঙালির লজ্জা, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার সামনে অপমান করেছিলেন তিনি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করছেন আজকের ঘটনা নিয়ে। রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা সিনে নেই। স্বরাষ্ট্রসচিবকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিজিপি রাজীব কুমার, এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা কারও দেখা নেই। একজন অবৈধ শ্বেতহস্তী, আলাপন বন্দ্যোপাধ্যায়, তাকে দিয়ে সাংবাদিক বৈঠক করিয়ে আজকের বৃত্তান্ত জানাচ্ছে এই সরকার।’
kol
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us