New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং শংকর ঘোষ যেতে পারবেন সন্দেশখালি। কোনও সমর্থক বা দলীয় কর্মী যাতে তাঁদের সঙ্গে না যায় সেটা নিশ্চিত করতে হবে, নির্দেশ আদালতের। তবে এলাকায় যেন শান্তি ভঙ্গ না হয় সেটা দেখবে রাজ্য পুলিশ, নির্দেশ প্রধান বিচারপতির।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us