'মোদী পাগল...বাসস্ট্যান্ডে জুতো পালিশ'! TMC নেতাকে নিয়ে পোস্ট শুভেন্দু অধিকারীর

মোদীর বিরুদ্ধে কটাক্ষের জন্য এবার তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্ট করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
6u3u

নিজস্ব সংবাদদাতা: মোদীর বিরুদ্ধে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষকান্তি পণ্ডা কুকথা বলেছেন দাবি করে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতা পীযূষকান্তি পণ্ডা বলেছেন, ‘মোদী পাগল। কয়েকদিন আগে রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছে। আমি বামুন (ব্রাহ্মণ) লোক। আমায় তো তিন-চারদিন পরে হয়ত কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে জুতো পালিশ করতে বসতে হবে।’

pijush

এই ভিডিও নিয়ে এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লেখেন, 'আমি অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশনের (NCBC) মাননীয় চেয়ারপার্সন শ্রী হংসরাজ গঙ্গারাম আহির মহাশয় কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার করা অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি কে নোটিশ পাঠিয়ে ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব করার জন্য। উক্ত নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে যে, জানাতে হবে তৃণমূল নেতা পীযূষকান্তি পণ্ডা জাতপাত তুলে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির উদ্দেশ্যে ঘৃণ্য ভাষণ দেওয়ার পর কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উক্ত রিপোর্ট সংবিধানের অনুচ্ছেদ ৩৩৮ (৮) অনুযায়ী হতে হবে'।

suvenduu fghg.jpg

 

Add 1