/anm-bengali/media/media_files/Ig4DF8B97S9BtR2E4elt.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ রানি রাসমনি রোডে হিন্দুদের নিরাপত্তার দাবিতে এক প্রতিবাদী সমাবেশের আয়োজন বিশ্ব হিন্দু পরিষদ। যে সভার মূল বক্তায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সেই প্রসঙ্গে শুভেন্দু নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আজ আমি রানি রাসমনি রোডে শ্রদ্ধেয় হিন্দু সন্ন্যাসী এবং হাজার হাজার হিন্দু ভক্তদের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছিলাম।
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কলকাতা সরব হয়েছে। আমরা হিন্দু সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তি দাবি করেছি। শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু কে, যারা অন্যায়ভাবে কারারুদ্ধ করেছেন তাঁদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি”।
/anm-bengali/media/media_files/2024/12/05/GwGMZsfZaUXyQT2qWY5n.jpg)
“বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে অবশ্যই মনে রাখতে হবে যে উগ্রপন্থী উপাদানগুলিকে শান্ত করা শুধুমাত্র চরমপন্থাকে অনুপ্রাণিত করবে যা তাদের সমগ্র দেশকে গ্রাস করবে”।
“হিন্দু সম্প্রদায় প্রকৃত দেশপ্রেমিক। যেখানে তারা বাস করে, সেখানেই তারা দেশের সর্বোত্তম স্বার্থে কাজ করে। কিন্তু মৌলবাদীরা সবকিছু পুড়িয়ে দেয়”।
Today I joined the Protest Rally attended by revered Hindu Monks and thousands of Hindu devotees at Rani Rashmoni Road; Kolkata, against the atrocities on Hindus in Bangladesh. We demanded the unconditional release of Hindu Monk; Shri Chinmoy Krishna Das Prabhu, who have been… pic.twitter.com/sTmngJOgzI
— Suvendu Adhikari (@SuvenduWB) December 5, 2024
/anm-bengali/media/media_files/lDrDpJKe12wmGnFZcK1B.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us