GOOD NEWS: জামাই ষষ্ঠী আজ! বৃষ্টি হবে না

গরমের মধ্যে এবার মানুষ চাইছে ঝমঝমিয়ে বৃষ্টি। কিন্তু আজ জামাই ষষ্ঠী, তাই কোনওভাবে সেটা ভেস্তে না যায় এটাই চাইছে মানুষ। আপনার কি মনে হয় আজ বৃষ্টি হবে?

author-image
Anusmita Bhattacharya
25 May 2023
GOOD NEWS: জামাই ষষ্ঠী আজ! বৃষ্টি হবে না

নিজস্ব সংবাদদাতা: জামাই ষষ্ঠীর দুপুরে পচা গরমে ঘেমে-নেয়ে পঞ্চব্যঞ্জন রান্না করা আর খাওয়া দুটোই চ্যালেঞ্জ। নিষ্কৃতি দিতে পারে বৃষ্টি। হ্যাঁ, এমনটাই মনে করা হচ্ছিল যে আজ জামাই ষষ্ঠীর দিনেই ধেয়ে আসবে ঝমঝমিয়ে বৃষ্টি। বুধবার থেকেই জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু কিছুই হল না। জানা যায় যে বুধবার থেকে শুরু হয়ে এই বৃষ্টি চলবে ২৯ মে অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত। কিন্তু আজ সকাল থেকেই সূর্যদেবের রোষ এসে পড়েছে বঙ্গবাসীর উপর। বৃষ্টির বিন্দুমাত্র লক্ষণ নেই এখন। উপরন্তু সূর্যের তেজ নাজেহাল করে দিচ্ছে মানুষকে। 

ভয় ছিল যে ঝমঝম বৃষ্টিতে বৃহস্পতিবার জামাই ষষ্ঠীর অনুষ্ঠান মাটি হয়ে যাবে না তো? কিন্তু এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে এই সম্ভাবনা নেই। সকাল থেকেই ঘেমে-নেয়ে জামাইরা যাচ্ছে শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠী পালনে।