/anm-bengali/media/media_files/yrb41d9JGt22d6TBbA9r.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই চরছে পারদ। ইতিমধ্যেই রাজ্যে টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। মনোনয়ন পর্ব থকে শুরু হওয়া অশান্তির জন্য রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা। সরগরম প্রেক্ষাপটে ফের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রবিবার বিকেলে তাকে রাজভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগেও রাজীব সিনহাকে তলব করা হয়েছিল রাজভবনে। ব্যস্ততার কারণ দেখিয়ে সেদিন উপস্থিত হননি রাজীব। তারপর রাজীব সিনহার জয়েনিং লেটারও প্রত্যাখ্যান করেছেন রাজ্যপাল। তা ফেরত পাঠিয়েছেন। এ নিয়ে রাজ্যের সঙ্গেও রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। এই আবহে ফের একবার তলব করা হল রাজীব সিনহাকে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছনোর পর নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনার জন্যই রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজীব সিনহার ভূমিকা নিয়ে একাধিকবার উঠেছে প্রশ্ন। দাবি উঠেছে তার পদত্যাগেরও। রাজ্যপালের সঙ্গে দেখা করে কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতারা। এদিকে, রাজীবের জয়েনিং লেটার রাজ্যপাল রাজ্যকে ফেরত পাঠালেও এ বিষয়ে কিছুই জানেন না বলে যেমন দাবি করেছেন স্বয়ং রাজীব, তেমনই রাজীবকে কাজ চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধোঁয়াশার মাঝে রাজভবনে রাজীবকে তলব করার পর বিকেলে তিনি হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার। হাজিরা দিলে রাজ্যপাল কী বার্তা দেন তাকে , কোনো নতুন পদক্ষেপ নেয় কিনা রাজভবন সেই প্রশ্নও থেকে যাচ্ছে।
/anm-bengali/media/post_attachments/Zg0wagReKjcGCcV1cgOz.jpg)
প্রসঙ্গত, সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। হাতে আর বেশি সময় নেই। রাজ্যপালের রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার প্রত্যাখ্যানের পরেও রাজীব সিনহা কাজ চালিয়ে যাচ্ছেন। এই ডামাডোল পরিস্থিতির মাঝে ঘটে চলেছে একের পর এক অশান্তির ঘটনা। এদিকে মুখ্যমন্ত্রীর কথায়, এবারে সবচেয়ে শান্তিপূর্ণ নমিনেসন হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে নতুন করে কোনো সিদ্ধান্ত হয় কিনা সেটাও দেখার। বিজেপি একাধিকবার রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্যপালের দ্বারস্থ হলে রাজ্যপাল পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তিনি নিজে অশান্তিতে তপ্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন। দিয়েছেন কড়া বার্তা। এখন দেখার পঞ্চায়েত নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় বা আদৌ হয় কিনা। যেভাবে মুড়িমুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে রাজ্য়ে তাতে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে তারা কতটা বিনা প্রভাবে ভোট দিতে পারবেন সেটাও নজরে থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us