/anm-bengali/media/media_files/2025/04/07/QN8SFCM4aMXQHJ5Dm5OL.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এসএসসি দুর্নীতি বিরোধী অভিযানের মাত্র কয়েক ঘণ্টা আগে উত্তেজনা তুঙ্গে। অভিযানের আগেই গ্রেফতার হলেন আন্দোলনের মুখ সুমন বিশ্বাস। শুক্রবার ভোরেই চুঁচুড়ার বাড়িতে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। প্রথমে বাড়িতে না পেয়ে পরে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে আটক করে বিধাননগর পুলিশ, এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়।
যা জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অডিয়ো ক্লিপে নাকি হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা শোনা যাচ্ছিল। সেই অডিয়োতে পুলিশের উপর বোমা হামলার হুমকি রয়েছে বলে দাবি করে পুলিশ। সেই সূত্র ধরেই অবস্থান বিক্ষোভের আগে ‘প্রহারমূলক পদক্ষেপ’ নেয় পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)
বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ আন্দোলনের অনুমতি থাকলেও ওই অডিয়োর ভিত্তিতে বিস্তৃত হিংসার আশঙ্কা তৈরি হওয়ায় ব্যবস্থা নিতে হয়েছে।
অন্যদিকে, সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের অভিযোগ, "সারা রাত বাইরের রাস্তায় পুলিশ টহল দিয়েছে। আজ ভোরে এসে দরজা খুলেই বাড়িতে জোর করে ঢুকে পড়ে। খাটের তলা, আলমারি সব তল্লাশি করেছে। দাদা তো শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে। চোর-ডাকাতের মতো আচরণ করল কেন?”
সুমনের অসুস্থ বাবা-মা ও স্ত্রী-সন্তান রয়েছেন বাড়িতে। পুলিশের আচরণে তাঁরা ভীষণ আতঙ্কিত বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us