New Update
/anm-bengali/media/media_files/sd55u8qwYxUhUbsFsZTx.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে জেরা করার দাবি তুলেছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। শনিবার রাতে এই পোস্ট করার পর রবিবার সকালে তাঁকে তলব করে লালবাজার। কিন্তু, তিনি যাননি। এসবের মধ্যে রবিবার রাতে ফের একটি টুইট করেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। টুইটে রবীন্দ্রনাথের একলা গীতবিতানের 'আমি ভয় করব না' এই গান শেয়ার করেন তিনি।
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) August 18, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us