/anm-bengali/media/media_files/Z5w1ttc4FD93G2QHcpMr.jpeg)
সুকান্ত মজুমদার
নিজস্ব সংবাদদাতা : তাপপ্রবাহের কারণে সোমবার থেকেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ১ সপ্তাহ ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই স্কুল পুরোপুরি বন্ধ না করে স্কুলের সময় পরিবর্তনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এবার এ নিয়ে সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পর পর দুটি ট্যুইট বার্তায় তিনি লেখেন, ''গরমের ছুটি যেন আরামের না হয়! বেসরকারি স্কুলে অনলাইন বা মর্নিং ক্লাস হলে সরকার পারবে না কেন? বাংলার আগামী প্রজন্মকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত সফল হতে দেবেন না।ছাত্রছাত্রীদের বলব, বাড়িতে লেখাপড়া যেন বন্ধ না হয়। অভিভাবকরা নজর রাখুন। না হলে, বড্ড ক্ষতি হয়ে যাবে। রাষ্ট্রবাদী শিক্ষকরা যতটা এবং যেভাবে সম্ভব পড়ুয়াদের পাশে থাকুন। ছুটি কোনও সমাধান নয়, ক্ষতিকারক সংস্কৃতি।''
গরমের ছুটি যেন আরামের না হয়! বেসরকারি স্কুলে অনলাইন বা মর্নিং ক্লাস হলে সরকার পারবে না কেন? বাংলার আগামী প্রজন্মকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত সফল হতে দেবেন না।
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us