/anm-bengali/media/media_files/QOPG7z8xN22VEn8ytwI9.webp)
নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্ত লেখেন, রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈরাজ্যকর শাসন ব্যবস্থা এখন প্রশাসনের সকল স্তরের কর্মচারীদের দুর্নীতিতে জড়িয়ে ফেলেছে। এত দিন ধরে, সরকারি পৃষ্ঠপোষকতায় অবৈধ অনুপ্রবেশের সুবিধা দেওয়ার গুরুতর অভিযোগ সত্ত্বেও, মুখ্যমন্ত্রী কোনও কর্ণপাত করেননি। তবে হঠাৎ চাপের মুখে তার ছদ্মবেশী পুলিশ বাহিনী এখন নিজ বিভাগের প্রাক্তন কর্মকর্তাদের গ্রেফতার করতে বাধ্য!
মাননীয় মুখ্যমন্ত্রীর একসময়ের নীরব গোয়েন্দা সংস্থাগুলো আজ হঠাৎ করে কেমন করে জেগে উঠল? পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে মমতা দিদির ভোটব্যাঙ্ক সুরক্ষিত করার মরিয়া প্রচেষ্টায় উপর থেকে নিচ পর্যন্ত পুরো পুলিশ বিভাগকে কাজে লাগানো হয়েছিল!
c!
The state's failed Chief Minister @MamataOfficial's anarchic governance has now deeply entangled employees at all levels of the administration in corruption. For so long, despite serious allegations of facilitating illegal infiltration under government patronage, the Chief… pic.twitter.com/WJ7M2Gxm9k
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) January 4, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us