/anm-bengali/media/media_files/lI60Vk8zZ7FgIrCb4KE8.jpg)
নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের গায়ে হাত তোলার অভিযোগ এবার পুলিশের বিরুদ্ধে৷ এরই প্রতিবাদে ধর্মতলা মোড়ে অবস্থান বিক্ষোভে করছেন জুনিয়র ডাক্তাররা৷ ওয়াই চ্যানেলে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ জুনিয়র ডাক্তারদের বাধা দেয় বলে অভিযোগ৷ দাবি করা হচ্ছে, তখনই আন্দোলনকারী এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয়েছে৷ আর তার প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা৷
সুকান্ত মজুমদার লেখেন, 'ছিঃ! মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সর্বগ্রাসী তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই দলদাস কলকাতা পুলিশের লাথি! ধর্মতলায় শান্তিপূর্ণ গণঅবস্থান করতে গিয়ে আজও অপদার্থ পুলিশের কাছে অপদস্থ হতে হলো জুনিয়র চিকিৎসকদের একাংশকে। প্রতিবাদ করতে গেলে ছিনিয়ে নেওয়া হয় প্রতিবাদী চিকিৎসকদের মোবাইল ফোন। মাননীয়ার কু-শাসনে এ কোন অন্ধকারাচ্ছন্ন রাজত্বে বাস করছি আমরা?'
আন্দোলনকারীরা ঘটনার প্রতিবাদে এক পুলিশ আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান৷ জুনিয়র ডাক্তারদের অভিযোগ এটাই যে তারা যখন নিজেদের পরবর্তী কর্মসূচি কী হবে, তা ঠিক করতে ওয়াই চ্যানেলে জমায়েত হলে তখন কলকাতা পুলিশের তরফে নাকি বাধা দেওয়া হয়৷ সেখানে এক জুনিয়র ডাক্তারকে মঞ্চ বাঁধার কাজে তদারকি করতে দেখা যায়৷ সেখানে মঞ্চ বাঁধার জন্য গাড়িতে করে আর জি কর মেডিক্যাল কলেজ থেকে কিছু চৌকি নিয়ে আসা হয়েছিল।
ছিঃ! মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সর্বগ্রাসী তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই দলদাস কলকাতা পুলিশের লাথি! ধর্মতলায় শান্তিপূর্ণ গণঅবস্থান করতে গিয়ে আজও অপদার্থ পুলিশের কাছে অপদস্থ হতে হলো জুনিয়র চিকিৎসকদের একাংশকে। প্রতিবাদ করতে গেলে ছিনিয়ে নেওয়া হয় প্রতিবাদী… pic.twitter.com/bX8nYlSB14
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 4, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us