New Update
/anm-bengali/media/media_files/mnRTbLF1SVVc38o75vEK.jpeg)
আবারও নাম না করে কটাক্ষ মুখ্যমন্ত্রীকে । আজ সকাল আনুমানিক ১১ নাগাদ এক্স-এ ( টুইটারে) বিজেপির রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার তার এক্স( টুইটার) প্রোফাইলে লেখেন,
”মাননীয়া মুখ্যমন্ত্রী যেইভাবে রাজবংশীদের অবমাননা করেছেন, তাতেই তাঁর বর্ণবিদ্বেষী মানসিকতা প্রমাণ হয়। অন্যদিকে বিজেপির সর্বব্যাপী মানসিকতার পরিচয় হয় অনন্ত মহারাজ ও নিশীথ প্রামাণিকের মত রাজবংশীদের সাংবিধানিক পদমর্যাদায়...এই অনৈতিক কটুক্তিকে আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না...”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us