ভোটার তালিকা সংশোধন বিতর্কে নতুন মোড় ! এবার BLO-দের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার

কি অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার ?

author-image
Debjit Biswas
New Update
sukanta

নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকা সংশোধন বিতর্কে এবার এল এক নতুন মোড়। এবার বিএলও (BLO)-দের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি বলেন,''নির্বাচন কমিশনের নিয়ম-কানুন এটা খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে বিএলও (BLO)-দের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের হাতে ফর্ম বিতরণ করতে হবে। কিন্তু অনেক জায়গায় বিএলও (BLO)-রা তা করছেন না, এবং অনেক জায়গায় বিএলও (BLO)-দের তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে যোগাযোগ পাওয়া যাচ্ছে।''

sukanta k1

এরপর তিনি বলেন,''কিছু বিএলও (BLO) আবার তৃণমূলের ভয়ে তৃণমূল পার্টি অফিস থেকেই কাগজ বিতরণ করছেন। যদি এমনটি হয়, তবে সঠিকভাবে এসআইআর (SIR) কিভাবে পরিচালিত হবে?"