New Update
নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকা সংশোধন বিতর্কে এবার এল এক নতুন মোড়। এবার বিএলও (BLO)-দের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি বলেন,''নির্বাচন কমিশনের নিয়ম-কানুন এটা খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে বিএলও (BLO)-দের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের হাতে ফর্ম বিতরণ করতে হবে। কিন্তু অনেক জায়গায় বিএলও (BLO)-রা তা করছেন না, এবং অনেক জায়গায় বিএলও (BLO)-দের তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে যোগাযোগ পাওয়া যাচ্ছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NP9GtSNvRqBg5Iww88cG.jpg)
এরপর তিনি বলেন,''কিছু বিএলও (BLO) আবার তৃণমূলের ভয়ে তৃণমূল পার্টি অফিস থেকেই কাগজ বিতরণ করছেন। যদি এমনটি হয়, তবে সঠিকভাবে এসআইআর (SIR) কিভাবে পরিচালিত হবে?"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us