/anm-bengali/media/media_files/2025/03/30/hK002JvlEfs9N2Kqx26D.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বড়বাজারের মেছুয়া বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই একাধিক প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে প্রশাসনকে এবং রাজ্য সরকারকে। বিরোধীদের নিশানায় ইতিমধ্যেই চলে এসেছেন মুখ্যমন্ত্রী এবং দমকলমন্ত্রী। এবার এই সব নিয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
/anm-bengali/media/media_files/2024/12/22/gDTfaQnLAT5PFiH7ElGB.webp)
এদিন সুকান্ত স্পষ্ট ভাষায় দাবি করেন, এই ঘটনার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তাঁর কথায়, “কীভাবে স্কুল সংলগ্ন এলাকায় বেআইনি ভাবে তৈরি হচ্ছিল বার? যে হোটেলের অনুমতি ছিল চারতলা পর্যন্ত তা ছ’তলা পর্যন্ত তৈরি হল কি করে? টেবিলের তলা দিয়ে যদি সব ফাইল পাশ হয়ে যায়, তাহলে এমনই ঘটনা ঘটবে। পহেলগাঁও এর হামলা হতেই প্রধানমন্ত্রী তাঁর সমস্ত সফর বাতিল করে দেশে ফিরেছিলেন। আর এখানে দেখুন এতো বড় ঘটনা, যা দিল্লিকেও চিন্তায় ফেলেছে, সেই ঘটনাতে মুখ্যমন্ত্রী ফিরে আসতে পারছেন না। ১৪ জনের প্রাণের চেয়েও বড় হয়ে গেল দিঘায় জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। আরে কীসের প্রাণ প্রতিষ্ঠা? যেখানে মানুষের প্রাণ চলে যাচ্ছে, সেখানে আপনি কার প্রাণ প্রতিষ্ঠা করছেন?” এদিন কার্যত এই ভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us