নির্বাচন কমিশন নিয়ে বিরোধীদের সমালোচনা, ‘SIR’ প্রসঙ্গ তুললেন সুকান্ত মজুমদার

‘SIR’ প্রসঙ্গ তুললেন সুকান্ত মজুমদার।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-12 10.54.28 PM

নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বিরোধীদের সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আজ আপনারা (বিরোধী দল) বলছেন যে নির্বাচন কমিশন আমাদের কাছে গ্রহণযোগ্য নয়… কিন্তু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।”

তিনি পশ্চিমবঙ্গের ‘SIR’ প্রসঙ্গ তুলে বলেন, “যদি আপনার নাম ২০০২-২০০৩ সালের SIR-এ থাকে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। এবারও আপনার নাম ভোটার তালিকায় থাকবে। কারও আপত্তি করার কারণ নেই। যদি সেই সময় আপনি নাবালক থাকেন, তবে আপনার বাবা-মায়ের নাম থাকবে। যদি তাদের নামও না থাকে, তবে প্রশ্ন ওঠে—আপনি এলেন কোথা থেকে?” রাজনৈতিক মহলে তাঁর এই মন্তব্যকে আসন্ন নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা ও নাগরিকত্ব সংক্রান্ত ইস্যুকে ঘিরে নতুন বিতর্ক হিসেবে দেখা হচ্ছে।