তৃণমূল কংগ্রেস হল কালিঘাট প্রাইভেট লিমিটেড কোম্পানি ! হঠাৎ এ কি বললেন সুকান্ত মজুমদার

কি বললেন সুকান্ত মজুমদার ?

author-image
Debjit Biswas
New Update
hg

নিজস্ব সংবাদদাতা : ফের একবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে চরম কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন,''সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরানো হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা করা হয়েছে। এই কারণেই তৃণমূল হল কালিঘাট প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরা কেবল নিজেদের পরিবারের সদস্যদেরই দায়িত্ব দেবে।"

mamata abhishek

এরপর তিনি বলেন,'''সব সাংসদরা সিদ্ধান্ত নিয়েছেন' বলে মুখ্যমন্ত্রীকে কেন মিথ্যা কথা বলতে হলো ? কে এই সিদ্ধান্ত নিয়েছে ? ওনার উচিত ছিল এটা টুইট করা যে, 'আমি আমার ভাইপোকে মনোনীত করেছি',ব্যাস এটাই যথেষ্ট ছিল।"