/anm-bengali/media/media_files/2024/12/22/gDTfaQnLAT5PFiH7ElGB.webp)
নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র-র মধ্যে চলমান বিতর্ককে কেন্দ্র করে এবার তৃণমূল দলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন,''কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র একে অপরের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু এখন বিষয়টি কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলার অন্যান্য বিধায়ক ও সাংসদরাও এখন একে অপরের বিরুদ্ধে কথা বলছেন। আসলে তৃণমূল একটি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000064824.jpg)
এরপর তিনি বলেন,''নির্বাচন যত এগিয়ে আসবে, তৃণমূলের মধ্যে এই ধরনের মতানৈক্য আরও বাড়বে। আসন্ন নির্বাচনে তৃণমূল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।"
#WATCH | Delhi | On TMC MP Kalyan Banerjee's tweet against TMC MP Mahua Moitra, Union Minister Sukanta Majumdar says, "Kalyan Banerjee and Mahua Moitra are speaking against each other, but it is not limited to them. In Bengal, MLAs and MPs are speaking against each other. The TMC… pic.twitter.com/aDnkKqWwv9
— ANI (@ANI) August 4, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us