কেন করা হচ্ছে 'দ্য বেঙ্গল ফাইলস'-এর বিরোধিতা ! বড় প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ?

author-image
Debjit Biswas
New Update
x

নিজস্ব সংবাদদাতা : ফের একবার 'দ্য বেঙ্গল ফাইলস'-এর বিরোধিতা করার জন্য রাজ্য সরকারকে তুলোধোনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন,'''মুঘল-এ-আজম' ছবিতেও দেখানো হয়েছে যে আনারকলি পালিয়ে যাচ্ছে, এবং আকবর তাকে অনুমতি দিয়েছেন। কিন্তু তখন কেউ তা নিয়ে প্রশ্ন তোলেনি। তাহলে কেন তৃণমূল এই ছবির বিরোধিতা করছে ?''

sukanta

এরপর তিনি বলেন,''তৃণমূল মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে দমন করছে। যোধা আকবর ছবিতেও দেখানো হয়েছে যে, যোধা বাই আকবরের স্ত্রী ছিলেন। কিন্তু ঐতিহাসিকরা বলেন যে যোধা নামের এমন কোনও রানীই ছিল না। অথচ 'দ্য বেঙ্গল ফাইলস' ছবিটি বেশিরভাগ ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি।''