New Update
/anm-bengali/media/media_files/2024/12/22/gDTfaQnLAT5PFiH7ElGB.webp)
নিজস্ব সংবাদদাতা : সুপ্রিম কোর্টের নির্দেশের পর 'দাগী' প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আর এবার এই বিষয়কে কেন্দ্র করে,রাজ্য সরকারের গাফিলতি নিয়ে বড় প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন,''এই নতুন এসএসসি (SSC) পরীক্ষা হচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের জন্য। তিনি যদি আগে থেকেই সিদ্ধান্ত নিতেন কে 'দাগী' আর কে 'দাগী' নয়, তাহলে তাদের আর পরীক্ষা দিতে হতো না। একজন শিক্ষকের পক্ষে পাঁচ-ছয় বছর চাকরি করার পর আবার পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এটি একটি চরম অন্যায়।"
এরপর তিনি বলেন,''সরকার যদি আগে এই তালিকা দিত, তাহলে আজ অনেককে এই পরীক্ষার জন্য আবেদন করতে হতো না। যারা যোগ্য, তাদের চাকরি বহাল রাখা উচিত। আর যারা 'দাগী', তাদের ক্ষেত্রে আদালত যা বলবে, তাই হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us