আদালতে যাওয়া উচিত মমতা ব্যানার্জির ! কেন মমতা ব্যানার্জিকে আদালতে যেতে বললেন সুকান্ত ?

কি বললেন সুকান্ত মজুমদার ?

author-image
Debjit Biswas
New Update
x

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্স অঞ্চলের গোর্খা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতাকারী (interlocutor) নিয়োগের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এবার এই বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন,''গোর্খারা পশ্চিমবঙ্গের এক অবিচ্ছেদ্য অংশ, এবং আমি বিশ্বাস করি যে তাদের আকাঙ্ক্ষা কারও অন্তত শোনা উচিত। কেন্দ্র তাদের কথা শোনার জন্য কাউকে মনোনীত করতেই পারে।"

WhatsApp Image 2025-10-18 at 4.14.04 PM
MAMATA

এরপর তিনি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেন,''মমতা ব্যানার্জি যদি বিশ্বাস করেন যে কেন্দ্রীয় সরকার কিছু ভুল করেছে, তবে মমতা ব্যানার্জির উচিত আদালতে যাওয়া।"