তৃণমূলের মাথা ফাটানো, পিঠে লাঠির ছাপ! BJP কর্মীদের এ কী বললেন সুকান্ত?

পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের হিংসাত্মক হয়ে ওঠার পরামর্শ। বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
bjp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের আগে বিজেপি কর্মীদের ‘হিংসাত্মক’ হওয়ার পরামর্শ দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার হাওড়ার শ্যামপুরে মিছিলে যোগ দিয়ে তিনি ভোটের দিন বুথে তৃণমূলের লোকদের মাথা ফাটানোর নিদান দেন। তার চেয়েও বড় বিতর্ক সৃষ্টি হল বিডিওদেরও পিঠে লাঠির ঘা দেওয়ার পরামর্শে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে মিছিল করতে গিয়ে এহেন মন্তব্য করেন।

সুকান্ত মজুমদারের বক্তব্য, 'নির্বাচনের দিন টেবিল ছাড়বেন না। মাথা ফাটে ফাটবে। হাত ভাঙে ভাঙবে। যদি মাথা ফাটাতে হয় তাও ফাটাবেন। জামিন করার দায়িত্ব আমার। বিডিওদের বলা হয়েছে, বেশি বেশি ব্যালট ছাপানোর জন্য। বিডিওরা যদি ব্যালট ছাপে, বিডিওদের পিঠেও লাঠির ছাপ দিয়ে দেবেন। আমি বাঁচাব তারপর। ভয় পাবেন না।” তিনি আরও বলেন, ”আমি জানি ওসি, আইসিদের দিয়ে বুথ জ্যাম করানোর চেষ্টা হচ্ছে, ভোট করানোর চেষ্টা হচ্ছে। বেশি বেশি ব্যালট ছাপা হচ্ছে। আপনারা ব্যালট বাক্স পাহারা দেবেন। ব্যালট বাক্স যখন পুলিশ স্ট্রং রুমে নিয়ে যাবে তখন আপনারাও ঝান্ডা ও ডান্ডা নিয়ে পুলিশের পিছনে পিছনে যাবেন। ডুপ্লিকেট ব্যালট ঢোকানো হচ্ছে কিনা দেখবেন'।