ভেঙে পড়েছে জনজীবন ব্যবস্থা ! রাজ্য সরকারকে চরম কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার

কি বললেন সুকান্ত মজুমদার ?

author-image
Debjit Biswas
New Update
x

নিজস্ব সংবাদদাতা : দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে বন্যা ও ভূমিধসের জেরে সৃষ্ট পরিস্থিতিকে 'বড় বিপর্যয়' বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার। তিনি এই বিষয়ে সরাসরি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন। আজ বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর ড. মজুমদার জানান, সেখানকার জনজীবন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং সেখানকার পরিস্থিতি 'ভালো নয়'। 

sukanta

তিনি বলেন,''এখানকার জনজীবন ব্যবস্থা ভেঙে পড়েছে, পরিস্থিতি একেবারেই ভালো নয়। বন্যার জল বাড়িঘর সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষেরা অভিযোগ করছেন যে, পশ্চিমবঙ্গ সরকারের যেভাবে কাজ করা উচিত ছিল, সেভাবে কাজ করছে না।''

এরপর তিনি আরও বলেন,''রাজ্য সরকারের উচিত দ্রুততার সঙ্গে ত্রাণ শিবির (camps) স্থাপন করা। এছাড়াও  যাদের বাড়িঘর ভেসে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তাৎক্ষণিকভাবে ঘর দেওয়ার ব্যবস্থা করা উচিত।''