/anm-bengali/media/media_files/2025/03/30/hK002JvlEfs9N2Kqx26D.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কলকাতার ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার রাজ্যকে একহাত নিচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি। এই নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সোচ্চার হয়েছে তারা। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এদিন বলেন, “উভয় ঘটনা (সাম্প্রতিক এবং আরজি কর ধর্ষণ মামলা) একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ঘটেছে। নিজেদের ক্যাম্পাসের ভিতরেই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন দুই তরুণী। রাজ্য সরকারের এগুলো বন্ধ করতে না পারা একটি দুঃখজনক ব্যর্থতা। কারো না কারো দায়িত্ব নেওয়া উচিত। আপনি বলছেন পুলিশ সর্বত্র থাকতে পারে না। অন্তত এটা মেনে নিতে হবে যে সরকার নিরাপত্তার পরিবেশ বজায় রাখতে পারছে না, এবং এই ধরনের ব্যর্থতার সাথে তাদের পদে থাকার কোনও অধিকার নেই”।
#WATCH | Kolkata | On Kolkata alleged gangrape case, Union Minister Sukanta Majumdar says, "Both the incidents (recent and RG Kar rape case) happened inside an educational institution... Inability of the state government to stop these is a pathetic failure... Someone should take… pic.twitter.com/5QMKMFgHfb
— ANI (@ANI) June 28, 2025
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000061381.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us