BIG UPDATE: সুকান্ত মজুমদার, একেবারে হাত ভেঙে দিল!

সুকান্ত মজুমদারের হাতে থাকা সরস্বতীর মূর্তির হাত ভেঙে গেল।

author-image
Anusmita Bhattacharya
New Update
sukantass.jpg

নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সুকান্ত মজুমদারের হাতে থাকা সরস্বতীর মূর্তির হাত ভেঙে গেছে। সন্দেশখালিতে নদীর ধারে পুজো করে এমনটাই জানান বিজেপির রাজ্য সভাপতি। বলেন, বাংলার পুলিশ এমনই। মায়ের হাত ভেঙে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। বাংলাদেশের জামাতরা যেমন মূর্তি ভাঙে তেমন বাংলার পুলিশ মূর্তি ভাঙে। বাংলার মানুষ উত্তর দেবে। বাংলার অবস্থা এমন যে সেখানে পাঁজাকোলা করে ঠাকুর নিয়ে যেতে হয়।