/anm-bengali/media/media_files/ODwuoGw8cw5wgeMaZ1c4.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : রাইস মিলের মাধ্যমে রাজ্যে ঘটে চলা দুর্নীতিতে কাজ করেছে একটা বিশাল চক্র! এর মাধ্যমে লাভবান শুধু মমতা বন্দ্যোপাধ্যায় হননি, লাভবান হয়েছে গোটা তৃণমূল! শাসক শিবিরকে এমনই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রেশন দুর্নীতির সঙ্গে তৃণমূলের যোগসূত্র থেকে শুরু করে কীভাবে লাভবান হয়েছে শাসক দল সেই হিসেবও স্পষ্ট করে দিলেন বালুর ঘাটের সাংসদ। জ্যেতিপ্রিয় মল্লিক সত্যি বলতে শুরু করলে মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা দলই চরম অস্বস্তিতে পড়বে বলেও খোঁচা দেন সুকান্ত। সেকারণেই মুখ্যমন্ত্রী বেশি উদ্বিগ্ন বলে তার মনে হয় বলে করলেন বড় মন্তব্য।
বিভিন্ন রাইস মিলের মাধ্যমে বিশাল বড়ো একটা দুর্নীতি চক্র কাজ করেছে, যার মাধ্যমে তৃণমূলের ফান্ডিং হয়, সেজন্যই মমতা ব্যানার্জি একটু বেশি উদ্বিগ্ন ! ! #shameonmamatabanerjee#ShameOnTMC@MamataOfficial@abhishekaitcpic.twitter.com/GbRsTQMnbK
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 29, 2023
/anm-bengali/media/post_attachments/u1PrLOywLWLmIE9rjUrW.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us