New Update
/anm-bengali/media/media_files/fBlOeklAu2TFx5M77xrA.jpg)
নিজস্ব সংবাদদাতা: তল্লাশি চালানোর প্রায় ১৪ ঘন্টা পর মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বেরিয়ে যেতেই সাংবাদিক বৈঠক করলেন দমকলমন্ত্রী। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তিনি। বলেন, 'শুভেন্দুকে আমি নেতা হিসেবে মনে করি না। ও নিজে তোয়ালে মুড়ে টাকা নিয়েছে। শুভেন্দুর মতো গাঁড়ল দলে থাকলে বিজেপি কোনওদিন উন্নতি করতে পারবে না। ওকে বিজেপি দলে রেখেছে বকবক করার জন্য'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us