New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: সারাদিন ইডি তল্লাশির পর অবশেষে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। রাতে সাংবাদিক সম্মেলনে বলেন, 'সকাল সাতটায় ছেলে এসে বলে ইডি এসেছে বাড়িতে। আজ বিবেকানন্দের জন্মদিন। সব কর্মসূচি বাতিল করতে হয়েছে। আমার এমারজেন্সি দফতর, এখন আমার ফোনটাও নেই। যে ঘটনার সঙ্গে আমি যুক্ত নেই সেই ঘটনার তদন্তে এসেছে ইডি। কেউ যদি এক পয়সাও দিয়ে থাকে আজই রেজিগনেশন দেবো'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us