New Update
/anm-bengali/media/media_files/dDg99kaa7CwG9XDJ9dJb.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ইডি তল্লাশি ছেড়ে বেরোতেই বিস্ফোরক রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।সাংবাদিক বৈঠকে সোজা আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। বিজেপি নেতা মন্ত্রীকে যে আক্রমণ করেছিলেন তার জবাব দিলেন তিনি। সুজিত বসু বলেন, 'বিরোধী নেতা আয়নায় নিজের মুখ দেখুক, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে। শুভেন্দুকে রাজনীতির লোক মনেই করি না। এর জবাব আমরা রাজনৈতিকভাবে দেব। গর্বের সঙ্গে বলব আমি রোল বিক্রি করতাম, চুরি করতাম না। শুভেন্দুর কেলেঙ্কারিও একদিন সামনে আসবে। শুভেন্দুর মতো চোরকে বিজেপিও জায়গা দেবে না।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us