Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/bNs7nL3biaWNPqVuCBNh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে নামটা বারবার উঠে আসছিল, সেই সুজয় কৃষ্ণ ভদ্রকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে ইডি। প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার সকাল থেকে সিজিও কমপ্লেক্সে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। অবশেষে রাত সাড়ে দশটা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন প্রথম ‘কালীঘাটের কাকু’র কথা বলেন গোপাল দলপতি।
সুজয় কৃষ্ণ ভদ্র কোনওভাবে দর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন না বলে মত তাঁর স্ত্রী বাণী ভদ্রের। তিনি বলেন, "উনি কোনও দুর্নীতিতে যুক্ত নন। আমরা ছোট থেকে এক পাড়ায় বড় হয়েছি। এটা রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us