ঠিক নয় ভুল! সাফ জানিয়ে দিলেন 'কালীঘাটের কাকু'

নিয়োগ দুর্নীতি মামলায় যে গুরুতর অভিযোগ উঠেছে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে, তা নিয়ে মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন সত্যিটা।

author-image
Pallabi Sanyal
New Update
sujay krishna.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : গুরুতর যে অভিযোগ উঠেছে নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুঞ্জয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে এবার তা নিয়ে মুখ খুললেন তিনি। ইডি হেফাজতের মেয়াদ শেষ হতেই বুধবার মেডিক্যাল পরীক্ষা করানোর পর আদালতে তোলা হবে তাকে। তার আগে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বহমূল্যের বাংলো ও এক কোটির লেনদেন নিয়ে জানতে চাওয়া হলে তিনি সাফ জানিয়ে দেন, ''৫ বছর ধরে ১ কোটি টাকা যে জমা দেওয়া হয়েছে সেটা কেউ বলছে না। শুধু ডিপোজিটটাই বলা হয়। উইড্রল-এর বিষয়ে কিছু বলা হয় না।”

প্রসঙ্গত,সুজয়কৃষ্ণের একটি ট্রাস্টে ৬ কোটির বাংলো দেওয়া হয়েছিল। সেই তথ্যও সম্পূর্ণ ভুল বলেই দাবি করেন কালীঘাটের কাকু।পাশাপাশি একটি অ্যাকাউন্টে এক কোটি নগদ জমা দিয়েছেন কোম্পানির, উঠেছে এই অভিযোগও। এর পাল্টা সুজয়কৃ,্ণ বলেন, টাকা জমা দেওয়ার কথা বলা হয় শুধু। তোলার বিষয়ে বলা হয় না।