কুন্তলের সঙ্গে লেনদেন হয় কালীঘাটের কাকুর! চাঞ্চল্যকর তথ্য দিল ED

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডির গোয়েন্দারা জেনেছিলেন যে তৃণমূলের হুগলির বহিষ্কৃত নেতা শান্তনুর স্ত্রীর সংস্থা থেকে ৪০ লক্ষ টাকা দিয়ে জমি কেনেন সুজয়কৃষ্ণ ভদ্র। এবার আবার তাঁর সঙ্গে টাকার লেনদেনে নাম জড়াল আরেক বহিষ্কৃত নেতার।

author-image
Anusmita Bhattacharya
New Update
sujaykun

নিজস্ব সংবাদদাতা: শুধু শান্তনু বন্দ্যোপাধ্যায় নন, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত আরও এক বহিষ্কৃত তৃণমূল নেতার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। টাকার পরিমাণও নাকি ছিল অনেকটাই বেশি, এমনই জানাল ইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কর্মী ছিলেন সুজয়। সুজয়ের সঙ্গে কুন্তলের আর্থিক লেনদেন হয় ২০১৯-২০ সালের মাঝামাঝি। ইডির কাছে কুন্তল নিজেও স্বীকার করেছিলেন। এর আগে জানা যায় যে হুগলির বহিষ্কৃত নেতা শান্তনুর স্ত্রীর সংস্থা থেকে জমি কিনেছিলেন সুজয়। ৪০ লক্ষ টাকা দেন তিনি। ইডির জিজ্ঞাসাবাদে সেটা স্বীকার করে বলেন যে শান্তনুর থেকে চেকে টাকা দিয়ে জমি নিয়েছিলেন পারিবারিক ব্যবসা করার জন্য।