এ কী কাণ্ড! প্রথম রাতেই কেঁদে ফেললেন 'কালীঘাটের কাকু'

গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে। বুধবার দুপুরে তাঁকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
,ম্নব

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় নাম সামনে আসার পরও হাসি মুখে দেখা গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। দুর্নীতির সঙ্গে যে তাঁর কোনও সম্পর্ক নেই, একথা বারবার বোঝানোর চেষ্টা করেছেন তিনি। এমনকী কেন্দ্রীয় সংস্থা যখন তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যায়, তখনও তাঁর চেহারায় দুঃশ্চিন্তার লেশমাত্র দেখা যায়নি। হাসিমুখে সামলেছেন সবটা। চেহারায় আত্মবিশ্বাস রেখে কেন্দ্রীয় সংস্থার দফতরেও যেতে দেখা গিয়েছে তাঁকে। এবার ইডি হেফাজতের প্রথম রাতেই কেঁদে ফেললেন সেই ‘কালীঘাটের কাকু’। সূত্রের খবর, মেয়েকে সামনে দেখে আর নিজেকে সামলাতে পারেননি সুজয় কৃষ্ণ।

 গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। বুধবার দুপুরে তাঁকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর রাতে তাঁর সঙ্গে দেখা করতে আসেন তাঁর মেয়ে। ইডি সূত্রে জানা গিয়েছে, সুজয় কৃষ্ণের সঙ্গে দেখা হলে মেয়ে প্রশ্ন করেন, 'টিভি-তে কী দেখছি।' সামাজিক সম্মান নষ্ট হচ্ছে বলে নাকি আক্ষেপও প্রকাশ করেছেন 'ভদ্র কাকু'।