Sujay Krishna Bhadra Arrested: 'সব গিঁট খুলবে, কাউকে রেয়াত করা হবে না'

মঙ্গলবার প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর 'কালীঘাটের কাকু' ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
mkmnb

নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সুজয় কৃষ্ণ ভদ্র সরাসরিভাবে রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত নন। কিন্তু ইডি তাঁকে গ্রেফতার করার পরই তরজা শুরু। এই গ্রেফতারি আদতে তদন্তকারীদের মাস্টারমাইন্ডের কাছে পৌঁছে দিতে পারে বলে মনে করছে বিজেপি।

মঙ্গলবার প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর 'কালীঘাটের কাকু' ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি। রাত সাড়ে ১০টা নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে। এই বিষয়ে  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'অবশেষে মাস্টারমাইন্ডদের কাছাকাছি পৌঁছাচ্ছে আইনের হাত। কাউকে রেয়াত করা হবে না।' সময় ঘনিয়ে আসছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'প্রথম থেকেই মনে হচ্ছিল, তাঁকে হেফাজতে নেওয়া হতে পারে। কারণ তাঁর কাছে অনেক তথ্য আছে। অভিষেকের খুব কাছের লোক। তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলবে। ধীরে ধীরে সব গিঁট খুলবে। আরও অনেক তথ্য সামনে আসবে।'