/anm-bengali/media/media_files/0m8vRg8ULSmyBNOpVWGg.webp)
নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার তৃণমূল সাংসদ জহর সরকার বড় সিদ্ধান্ত নিলেন। সাংসদপদ প্রত্যাহার এবং দলের সদস্যপদ থেকে পদত্যাগের পত্র দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর জি কর কাণ্ডে সরকারের ভূমিকাই শুধু নয়, ২০২২২ সালের শিক্ষা দুর্নীতি ও অন্যান্য আরও দুর্নীতি নিয়ে দলের ভূমিকায় অসন্তুষ্ট তিনি। সেটা পরিষ্কার জানিয়েছেন চিঠিতে।
/anm-bengali/media/post_attachments/bbede2641af44365652638a003c71ecdf4390d2ae1e487997edab4341a11984c.webp)
তৃণমূলের এই প্রবীণ সাংসদের এহেন পদক্ষেপের পরেই একে একে গর্জে উঠছেন বিভিন্ন দলের নেতারা। এবার লিখলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
/anm-bengali/media/media_files/lYqCRhEs8rH2RFdmQh7O.png)
X হ্যান্ডেলে সুজন লেখেন, এরকম ইস্তফা আরও হবে...
হতে বাধ্য।
আর কত?
আর কবে?
সংবেদনশীল বিবেকবান যে কোন মানুষই
যন্ত্রণায় বিদ্ধ।
পরিবার, প্রতিবেশীদের কাছে
শাসকদলের হয়ে
মুখ তুলে বলবেন কিভাবে?
বাংলাকে কখনো, কোনদিনও
এত ধিক্কার, যন্ত্রণা, অসম্মানের
শিকার হতে হয়নি।
বিচার চাই।
হিসাব চাই।
মানুষের দাবি সেটাই।।
এর আগে স্বাস্থ্যসচিব-স্বাস্থমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান সিপিএম নেতা সুজন। লেখেন, সন্দীপ-অভীক-বিরুপাক্ষ-মুস্তাফিজুররা আপাতত সাসপেন্ড।বাকিরা? সৌরভ, সৌতিক...শুধুই সাসপেনসন! খারিজ? সৌরভ বা অভীক মার্কা অপরাধী দের মেডিক্যাল বা ফার্মাসি কাউন্সিলে সরকারি প্রতিনিধি নিয়োগ করল কে? স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দায়ে স্বাস্থ্যসচিব-স্বাস্থমন্ত্রীকে খারিজ করা জরুরী।।
এরকম ইস্তফা আরও হবে...
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) September 8, 2024
হতে বাধ্য।
আর কত?
আর কবে?
সংবেদনশীল বিবেকবান যে কোন মানুষই
যন্ত্রণায় বিদ্ধ।
পরিবার, প্রতিবেশীদের কাছে
শাসকদলের হয়ে
মুখ তুলে বলবেন কিভাবে?
বাংলাকে কখনো, কোনদিনও
এত ধিক্কার, যন্ত্রণা, অসম্মানের
শিকার হতে হয়নি।
বিচার চাই।
হিসাব চাই।
মানুষের দাবি সেটাই।। pic.twitter.com/pbOlFKa6VU
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us