/anm-bengali/media/media_files/8ZngKYUnpJSeMHRqeTvc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত নাট্য উৎসব বাতিল করা হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে যত বিতর্ক। আজ শুক্রবার বাম নেতা সুজন চক্রবর্তী সামাজিক মাধ্যমে লেখেন, ‘এতো জরুরী অবস্থা'রই পদধ্বনি!! সরকারের অনৈতিকতা অসভ্যতা এবং দূর্নীতির বিরুদ্ধে নাটক করার অপরাধে চাকদা নাট্যোৎসবের অডিটোরিয়াম সরকারি অজুহাতে বাতিল করা হলো।। ধরা পড়ে গেছে তৃনমূলের বাহিনী। ভয় পেয়েছে, তাই ভয় দেখাতে চায়। সর্বস্তরের প্রতিবাদ জরুরী।'
এতো জরুরী অবস্থা'রই পদধ্বনি!!
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) November 3, 2023
সরকারের অনৈতিকতা
অসভ্যতা এবং দূর্নীতির বিরুদ্ধে
নাটক করার অপরাধে
চাকদা নাট্যোৎসবের অডিটোরিয়াম
সরকারি অজুহাতে বাতিল করা হলো।।
ধরা পড়ে গেছে তৃনমূলের বাহিনী।
ভয় পেয়েছে,
তাই ভয় দেখাতে চায়।
সর্বস্তরের প্রতিবাদ জরুরী।। pic.twitter.com/ChXHmzmHFa
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us