নিজস্ব সংবাদদাতা: অফিস টাইমে আবারও চরম ভোগান্তি পোহাতে হল মেট্রো যাত্রীদের। নেতাজি ভবন মেট্রো স্টেশনে ১১.৩৮ নাগাদ এক যুবক সুইসাইডের চেষ্টা করেন।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উক্ত মেট্রো স্টেশনে। এর জেরেই মেট্রোর ব্লু-লাইনে ১ ঘন্টারও বেশি বন্ধ থাকে মেট্রো পরিষেবা।
/anm-bengali/media/post_attachments/8f4b41e3864e90f64c7f7e538ff7d05e3e70c2d590fc866aa5d82029c1afbad8.jpg)
এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে।
/anm-bengali/media/post_attachments/62e51d699c0af50e9af8ddb44aa416563ac955153bf5a9f271bde0c3327c7f43.webp)