অষ্টমীর রাতেই শেষ জীবন যুদ্ধ, নবমীর সকালে ওন্দায় মিললো চাঞ্চল্যকর খবর

দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: অষ্টমীর রাতে পচা গন্ধে আঁতকে উঠলেন স্থানীয়রা। বাঁকুড়ার ওন্দা থানার রামসাগর এলাকায় সেই গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল ভয়াবহ দৃশ্য। ভাড়া বাড়ির দরজা ভেঙে পুলিশ উদ্ধার করল এক যুগলের পচাগলা ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বাড়ির মালিক তরুণ গঙ্গোপাধ্যায় জানান, এক মাস আগে রাজেশ গোস্বামী (৩০) ও রূপালী গোস্বামী (২৮) নামে এক দম্পতি স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ওই বাড়ি ভাড়া নেন। আধার কার্ডের জেরক্সও দিয়েছিলেন তাঁরা। তবে তেমনভাবে মেলামেশা করতেন না। স্থানীয়রাও বলছেন, দম্পতিকে খুব একটা বাইরে দেখা যেত না। রাজেশ নিজেকে বিএসএনএলের কর্মী বলে পরিচয় দিয়েছিলেন।

অষ্টমীর রাতে হঠাৎই এলাকায় পচা গন্ধ ছড়িয়ে পড়ায় পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় রাজেশ ও রূপালীর মৃতদেহ। সঙ্গে সঙ্গেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

Suicide

ঘর থেকে উদ্ধার হওয়া আধার কার্ড দেখে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন রাজেশ ও রূপালী। তবে কেন এমন চরম পদক্ষেপ নিলেন, তা এখনও স্পষ্ট নয়।