নিজস্ব সংবাদদাতা : আজ এনডিএ (NDA) সরকারের ১১ বছর পূর্তি প্রসঙ্গে কথা বলতে গিয়ে,ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের নানান কাজের সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,''গত ১১ বছরে আমি যা লক্ষ্য করেছি তা হল এটাই যে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গকে টার্গেট করেছেন, যাতে আমাদের রাজ্যটিকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করা যায়।” এরপর তিনি বলেন,''পশ্চিমবঙ্গকে যেভাবে বারবার বঞ্চিত করা হচ্ছে। তা সম্পূর্ণভাবে গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র কাঠামোর পরিপন্থী।”
/anm-bengali/media/media_files/g4AvBZFTuDW2uZWUk0Bb.JPG)