আচমকাই মৃত্যু- রাতেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি- চরম শোক

কি জানালেন মমতা ব্যানার্জি?

author-image
Aniket
New Update
mamata sad.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আচমকাই মৃত্যু হয়েছে ভারতের মহামানব শিল্পপতি রতন টাটার। রাতেই তার মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের মন্তব্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Ratan Tata

তিনি বলেছেন, "টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার মৃত্যুতে শোকাহত। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা এবং একজন জন-উৎসাহী জনহিতৈষী। তাঁর মৃত্যু ভারতীয় ব্যবসায়িক জগৎ ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হবে। তার পরিবারের সকল সদস্য ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা"। রতন টাটার মৃত্যুতে দেশ জুড়ে চরম শোক চলছে। 

Adddd

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..