New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কসবা থানা চত্বর। শনিবার দুপুরে এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে কসবা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় নয়। ঘটনায় মূল অভিযুক্তদের শাস্তি এবং কলেজে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এদিন কসবা থানার সামনে প্ল্যাকার্ড, পোস্টার হাতে বিক্ষোভে শামিল হন এসইউসিআই সমর্থকরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/29JrEPmNL9mvB92dXoIn.jpg)
বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে এসইউসিআই কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভকারীরা থানা ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এই নিয়েই উত্তেজনা ছড়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us