/anm-bengali/media/media_files/J8rwz9Z3WOuDIaMsrUDu.jpg)
নিজস্ব প্রতিবেদন : কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন যে কাউন্সিলর প্রোমোটারের সঙ্গে রফা করছেন। এই অভিযোগকে ছন্দা সরকার অস্বীকার করেছেন এবং শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। শুভেন্দু পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতেও তিনি প্রস্তুত। বিষয়টি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।
/anm-bengali/media/media_files/IkPc4azjWJCSFu5MB9Z3.jpg)
ছন্দা সরকার শুভেন্দু অধিকারীর অভিযোগের বিরুদ্ধে শক্তিশালী জবাব দিয়েছেন। তিনি শুভেন্দু কে তাক করে বলেন যে "শুভেন্দু অধিকারী তো অনেক কিছুই বলেছেন। অনুব্রত মণ্ডল থেকে অনেককেই অনেক কিছু বলেছেন। তার প্রমাণ করতে পেরেছে কিছু ? সুতরাং, ওদের নোংরামোটা ওদের কাছেই রাখতে দিন। আমি অন্তত কোনও দিন কোনও নোংরামো জিনিস পছন্দ করি না। করিও না। শুভেন্দুবাবু যেন আমার সামনে এসে বলতে পারেন, তাহলে আমি ওখানে কীভাবে পায়ের জুতো খুলে মারতে হয় ...আমিও জানি। আমার সঙ্গে শুভেন্দুবাবুর কোনও দিন দেখা হয়নি। যখন তৃণমূলে ছিলেন...তৃণমূলে থেকে তো অনেক কামিয়ে গেছেন। এখানে বিজেপির কয়েকটা চামচা আছে। সেই চামচাগুলো বলে দিয়েছেন নাকি ওঁকে। সেই চামচাটার নাম বলতে বলুন। আমি সেই চামচাকে চাবকে ঠিক করে দেব।"
/anm-bengali/media/media_files/S8rmP7D6i0aDBSoEax9f.jpg)
ছন্দা সরকার অভিযোগের প্রেক্ষিতে বলেন, "৮০ টাকা করে বর্গফুট... আমি তো প্রমাণ দিয়েছি। সামনে আসার প্রয়োজন নেই। আমি কেন তার বাড়িতে যাব? পুলিশ বা ইডি যাবে। ভিডিওটা তার নয়, তাই মামলা করুন। ভিডিওটি ফরেন্সিকে পাঠানো হোক, আমি গলার নমুনা পরীক্ষার প্রস্তাব দিচ্ছি। যদি ভুল প্রমাণিত হয়, তাহলে আমি ক্ষমা চাইব।" তাঁর বক্তব্যে স্পষ্ট যে তিনি শুভেন্দুর অভিযোগকে অস্বীকার করছেন এবং প্রয়োজন হলে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত।
তোলামূল কংগ্রেসের ঝাড়ের সব বাঁশ-ই সমান !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) September 27, 2024
দুর্নীতি এবং এদের নেতা নেত্রীরা সমার্থক। কলকাতা পুরসভার আরও এক "স্কোয়ার ফুট (square foot) কাউন্সিলর" কে চিনে রাখুন।
১২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর; শ্রীমতি ছন্দা সরকার এক প্রোমোটার এর সাথে রফা করছেন:- pic.twitter.com/1YdYX9AZXx
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us