/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য সরকার? জানাতে হবে ২ সপ্তাহের মধ্যে, নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেনের। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক যাতে তাদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারে, পর্যবেক্ষণ বিচারপতি সেনের। যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছে সেখানে ছাত্র সংসদ নিয়োগের প্রক্রিয়া শুরু হোক, নির্দেশ বিচারপতির। "এই অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী উপাচার্য নিয়ে আমরা নির্বাচনে যাব না। এটা রাজনৈতিক নিয়োগ। আমরা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছি", বললেন রাজ্যের তরফের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। "এটা আপনি বলতে পারেন না", মন্তব্য বিচারপতির। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন উপাচার্যরা কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না, সওয়াল রাজ্যের। রাজ্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আদালত দেখে নেবে বলে জানিয়ে দেওয়া হল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us