STF: ১ কোটির হেরোইন ও ২ লাখ নগদ সহ গ্রেফতার ২

এসটিএফ জানিয়েছে, তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে ১ কোটি টাকার প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, ২ লাখ টাকা নগদ ও ২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
stf.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের বড় সাফল্য পেল এসটিএফ (STF)। জানা গিয়েছে, গতকাল ৩ মে সন্ধ্যায় রাজ্য পুলিশের এসটিএফ ননি গোপাল বিশ্বাস (৩০) এবং প্রসেনজিৎ সরকার (২৮) নামে দু'জনকে নিষিদ্ধ মাদকদ্রব্য সহ গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে এক কেজি হেরোইন, নগদ দুই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ডানকুনি থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে বলে জানিয়েছে এসটিএফ।