BREAKING: দেবীপক্ষের সূচনা! আর জি করে আগামীকাল আবক্ষ মূর্তি স্থাপন হবে তিলোত্তমার

নতুন উদ্যোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-10-01 at 7.43.59 PM

নিজস্ব সংবাদদাতা: আর কয়েক ঘণ্টা পরেই পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হবে। সমস্ত অশুভ শক্তির দমনে আসবেন মা মহিষাসুরমর্দিনী। আর পৃথিবীর বুকে যে জ্যান্ত দুর্গাদের প্রতিনিয়ত অত্যাচারের শিকার হতে হচ্ছে এবং মৃত্যুর মুখে পড়তে হচ্ছে সেই দুর্গাদের বিচারে আরো এক নতুন অধ্যায় শুরু হবে। 

কিছুদিন আগেই আর জি কর মেডিকেল কলেজে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। এক মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় কেঁপে উঠেছে গোটা বাংলা। এক ঘটনার বীভৎসতা আর দুই কর্মস্থলের ভেতরে এভাবে নির্যাতিত হওয়া রীতিমতো ভয় ধরিয়েছে বিভিন্ন মহলে। বিচার চলছে ও সুবিচারের দাবিতে আন্দোলন চলছে। হাজার হাজার সাধারণ মানুষ, ডাক্তার এবং অন্যান্য পরিচিত মুখ। সুপ্রিম কোর্টে এর শুনানি চলছে। এর আগে প্রায় ৪৩ দিন ধরে কর্মবিরতি অব্যাহত রেখে অবস্থান বিক্ষোভ চালিয়েছিল জুনিয়র ডাক্তাররা। এরপর সুপ্রিম কোর্টের শুনানি কি হয় সেই দিকে তাকিয়ে তারা অপেক্ষায় ছিল। তবে সেই শুনানির পর আরো একটি দীর্ঘায়িত সময় রয়েছে পরবর্তী শুনানির জন্য। তবে এর মাঝেই নিজেদের পূর্ব সিদ্ধান্ত মত সম্পূর্ণ কর্ম বিরতি শুরু করল ডাক্তাররা। তিলোত্তমারমার বিচার চাই এটাই একমাত্র দাবি।

আর এই পরিস্থিতিতেই আগামীকাল অর্থাৎ মহালয়ার শুভদিনে হাসপাতাল স্থাপিত হতে চলেছে অভয়ার আবক্ষ মূর্তি।