শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত শিক্ষকদের উপর রাজ্য পুলিশ বর্বর লাঠিচার্জ- এবার মুখ খুললেন সুকান্ত মজুমদার

কি বললেন সুকান্ত মজুমদার?

author-image
Aniket
New Update
sukanta majumdar

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবার ট্যুইট করে শিক্ষকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদ জানিয়েছেন।

তিনি ট্যুইট করে বলেছেন, "শ্রেণীকক্ষ থেকে শুরু করে দমন-পীড়ন - বাংলায় আওয়াজ তোলার এটাই কি মূল্য? শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত শিক্ষকদের উপর রাজ্য পুলিশ বর্বর লাঠিচার্জ করলে কলকাতার বিকাশ ভবন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। একজন মহিলার পা ভেঙে যায়, আরেকজনের মাথা থেকে রক্তপাত হয় - তবুও বর্বরতা অব্যাহত থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে এটা কি গণতন্ত্র নাকি একনায়কতন্ত্র?"