New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এরপর ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হলে শুনানির মাঝেই তিনি অজ্ঞান হয়ে যান। অবশেষে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাপোলো হাসপাতালের এমারজেন্সি বিভাগে শারীরিক পরীক্ষা করা হয় মন্ত্রীর। পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুরু হবে বনমন্ত্রীর হেফাজতের মেয়াদ।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us