New Update
/anm-bengali/media/media_files/2025/10/15/bongopex-2025-2025-10-15-19-46-06.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ডাক টিকিটপ্রেমীদের জন্য হতে চলেছে এক অনন্য আয়োজন। পশ্চিমবঙ্গ ডাক সার্কেল আগামী ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর, ২০২৫ পর্যন্ত কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত করতে চলেছে দশম রাজ্যস্তরের ডাক ফিলাটেলিক প্রদর্শনী ‘BONGOPEX-2025’।
আজ যোগাযোগ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দক্ষিণবঙ্গ অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল শ্রী রিজু গাঙ্গুলি, পোস্টমাস্টার জেনারেল (মেইল ও বিডি) শ্রী সুপ্রিয় ঘোষ এবং পশ্চিমবঙ্গ সার্কেলের ডাক পরিষেবা (সদর দপ্তর) ডিরেক্টর ড. হাম্মাদ জাফর আনুষ্ঠানিকভাবে ‘BONGOPEX-2025’-এর প্রসপেক্টাস প্রকাশ করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/15/1-bongopex-prospectus-front-cover-2025-10-15-19-40-30.jpg)
প্রসপেক্টাসে প্রদর্শনীর বিস্তারিত তথ্য, অংশগ্রহণের নিয়মাবলি এবং সময়সূচী উল্লেখ করা রয়েছে। ফিলাটেলিক অনুরাগীদের জন্য এটি এক বিশেষ সুযোগ, যেখানে তাঁরা নিজেদের ডাক টিকিট সংগ্রহ প্রদর্শন ও বিনিময়ের সুযোগ পাবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us